• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আবারও আল-শিফা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরাইল

ঢাকা অফিস / ১১ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফায় আবার হামলা শুরু করেছে ইসরাইলের সেনাবাহিনী। সোমবার এই হাসপাতালটিতে ইসরাইল হামলা শুরু করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা। খবর আলজাজিরা, এএফপির।

ইসরাইলের সেনাবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে আল-শিফা হাসপাতাল এলাকায় সৈন্যরা একটি সুনির্দিষ্ট অপারেশন পরিচালনা করছে।’

হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন— এমন  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশনটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

গাজা সিটির প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, তারা হাসপাতালের চারপাশে ট্যাংক দেখতে পেয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি এ হাসপাতালে আশ্রয় নিয়েছে। হাসপাতালটিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে গাজায় হামাসের সরকারি মিডিয়া অফিস। ট্যাংক, ড্রোন এবং অস্ত্র ব্যবহার করে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে হামলাকে ‘একটি যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে তারা।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলের বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। জাতিসংঘের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১৫৫টি স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে নভেম্বরেও আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

ইসরাইল বারবারই হামাসকে হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসাকেন্দ্র থেকে সামরিক অভিযান চালানোর জন্য অভিযুক্ত করে এসেছে।


এই বিভাগের আরো সংবাদ