• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর

ঢাকা অফিস / ১২ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মুক্তাগাছা প্রতিনিধি:

জাতীয় সংগীত পরিবর্তনের দাবি উঠার পর দেশজুড়ে লাখো কণ্ঠে বাজছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউবা রাজপথে নেমে এই গানের সুরেই জানাচ্ছেন দেশকে ভালোবাসার প্রত্যয়। তারই ধারাবাহিকতায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠী। তারা শুক্রবার বিকেলে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উদীচী শিল্পীগোষ্ঠী মুক্তাগাছার সভাপতি ব্রজগোপাল দাশ, সাধারণ সম্পাদক তোরণ সরকার, সামাজিক সংগঠনের নেতা ভাষ্কর চন্দ্র দে, সূর্যমুখী সংগীত বিদ্যালয়ের পরিচালক অশোক কুমার পালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ।

উদীচী সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংগীত নিয়ে যে ষড়যন্ত্র ও তালবাহানা শুরু হয়েছে তার প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি। সারা দেশের মানুষ আজ একজোট হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। দেশবাসীর প্রতি অনুরোধ করব আপনারা জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্রে রুখে দাঁড়ান। 

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ব্রজগোপাল দাশ বলেন, জাতীয় সংগীত, জাতীয় পতাকা কারও দানে পাওয়া নয় লাখো শহীদের রক্তে পাওয়া এ আমাদের অর্জন। এই অর্জনকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না। যখনই কেউ মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে আঘাত করবে, আমরা তার প্রতিবাদ করব।


এই বিভাগের আরো সংবাদ