• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শঙ্কায় মানুষের চাকুরি

ঢাকা অফিস / ১২ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশে এখন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে রোবট। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেড়েছে। যা রীতিমতো শঙ্কার কারণ। কেননা, রোবটের উত্থানের ফলে মানুষের কাজ হারানোর শঙ্কা বৃদ্ধি পাঁচ্ছে। ইতোমধ্যেই অদক্ষ চাকরি থেকে শুরু করে এমনকি জ্ঞানভিত্তিক উচ্চ দক্ষতার চাকরিতেও রোবট অনেকটাই ভাগ বসাচ্ছে। এদিকে বাসা বাড়ির সমস্ত কাজ করতে পারছে ইলন মাস্কের বোরট (অপটিমাস)। টেসলা কোম্পানি অপটিমাস রোবট নিয়ে কাজ শুরু করেছে অনেকদিন ধরে। তবে এবার সেই রোবট অনেক কাজ করতে শিখেছে। বাড়ির দৈনন্দিন সব কিছুই করে ফেলবে অপটিমাস রোবট। তবে এখনও পর্যন্ত এই রোবটকে এআই’র সাহায্যে উন্নত করা হচ্ছে। এই রোবটটি একেবারে মানুষের মতোই চলাফেরা করে। টেসলা রোবটটির ওজন ১০ কেজি কমিয়েছে এবং এর হাঁটার গতি ৩০ শতাংশ দ্রুত হয়েছে। ইলন মাস্ক টেসলার অপটিমাস রোবটের একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, রোবটটি একটি টি-শার্ট ভাঁজ করছে। ইতোমধ্যেই ভিডিও ক্লিপটি ৬৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। তার তারপর থেকেই এটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রোবটটির ভিডিও শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, “অপটিমাস একটি টি-শার্ট ভাঁজ করছে।” অন্য একটি পোস্টে টেসলার সিইও বলেছেন, “গুরুত্বপূর্ণ নোট: অপটিমাস এখনও নিজে থেকে এটি করতে পারে না, তবে অবশ্যই এটি খুব সহজেই নিজে নিজেই এই কাজ করে ফেলবে। ভাইরাল ভিডিওতে যা করছে রোবটটি ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের এক পাশে রাখা আছে রোবটটিকে। তারপরে অপটিমাস ঝুড়ি থেকে একটি কালো টি-শার্ট বের করে টেবিলে রাখে। রোবটটিকে টি-শার্টটি নিশ্চিতভাবে ভাঁজ করতে দেখা যায়। মূলত ভিডিওটি কয়েকদিন আগে পোস্ট করা হয়েছে। টেসলা এর আগে ইউটিউবে অপটিমাসের একটি ভিডিও শেয়ার করে লিখেছিল, “অপটিমাস জেন ২ এ টেসলার ডিজাইন করা অ্যাকুয়েটর এবং সেন্সর, দ্রুত হাঁটতে পারে, কম ওজন, হাত-ঘাড় এবং আরও অনেক কিছু ঠিকভাবে নিজে থেকেই কাজ করছে।”


এই বিভাগের আরো সংবাদ