• বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান জুয়েল / ১৪ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

মুক্তাগাছা: মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠিত হয়েছ। অনুষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক কুইজ, কাবিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

জানাযায়, আজ রবিবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে সকাল ১০টায় মোগলটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক কুইজ, কাবিং প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিজয় সরকার সভাপতিত্ব করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার, সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুজ্জামান, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ, মোগলটুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছফির উদ্দিন খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল জলিল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামাল, মোগলটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হক, মোগলটুলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম খান (ভিপি মানিক), ডাঃ মো. আবুল হোসেন, মো. আজহারুল ইসলাম, মো. ইদ্রিস আলী সিরাজী, মোগলটুলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খাইরুল আলম, বিদ্যুৎসাহী মিলনুজ্জামান প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি বলেন, ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সরকার ক্রীড়া ও সাংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতির উপর ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও সুন্দরভাবে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


এই বিভাগের আরো সংবাদ