• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ মাহমুদুল হাসান / ১৫১ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মুক্তাগাছায় একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে লোক নিয়োগে অনিয়মের প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিয়োগ বঞ্চিত আবেদনকারী ৪জন প্রার্থী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়া পদে আবেদনকারী রত্মা আক্তার। লিখিত বক্তব্যে জানাযায়, মুক্তাগাছা উপজেলার একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় গত বছরের ২৩ অক্টোবর অফিস সহায়ক, আয়া, নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত পদে অফিস সহায়ক পদে মুক্তা আক্তার, আয়া পদে রত্মা আক্তার, নিরাপত্তা কর্মী পদে রবিন ইসলাম ও পরিচ্ছন্নকর্মী পদে রুবেল মিয়াসহ আরও অনেকেই আবেদন করে।

বিদ্যালয়ের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সরকার ও প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হিরা আবেদনকারী সকল প্রার্থীদের না জানিয়ে, প্রার্থীদের কোন পরীক্ষা বা সাক্ষাতকারের জন্য সাক্ষাতকার পত্র প্রদান না করে তাদের মনোনীত প্রার্থীদের অতি গোপনে নিয়োগ প্রদান করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগকৃত প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তারা প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে নিয়োগের বিষয়টি এড়িয়ে যান এবং তাদেরকে পোস্টাল অর্ডারের টাকা ফেরত দিতে চান।

এ বিষয়ে নিয়োগ বঞ্চিতরা উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা বোর্ড ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করছেন। তারা অবৈধ নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ এবং সভাপতি ও প্রধান শিক্ষকের এহেন কার্যক্রমের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান সংবাদ সম্মেলনে।

এ বিষয়ে একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হিরা মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, সরকারি যথাযথ নিয়ম মেনেই লোক নিয়োগ করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ