• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

লাল কার্ড দেখিয়ে বার্সা ফরোয়ার্ডকে রেফারি কী বলেছিলেন?

ঢাকা অফিস / ১০ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

আলাভেসের বিপক্ষে ভিতো হকের লাল কার্ড নিয়ে চর্চা চলছে এখনও। এবার সেটি নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড নিজেই। পরের ম্যাচে খেলতে পারবেন না বলে আক্ষেপে পুড়ছেন তিনি। সঙ্গে খোলাসা করেছেন, দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর তাকে কী বলেছিলেন রেফারি।  গত শনিবার আলাভেসের বিপক্ষে ৩-১ গোলে জেতা লা লিগার ম্যাচে অম্ল-মধুর অভিজ্ঞতা হয় হকের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দারুণ এক গোল করেন তিনি। এরপর ৫ মিনিটের মধ্যে দুই দফায় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলারকে। হকের লাল কার্ড পাওয়া একদমই মানতে পারেনি বার্সেলোনা। এর বিরুদ্ধে দুইবার আপিল করলেও সেটা নাকোচ হয়ে যায়। তাই রোববার গ্রানাদার বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই তরুণ। মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে হকের কণ্ঠে ঝরে রেফারির সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা। “আমার মনে হয়, হলুদ কার্ড দেখানো ন্যায্য ছিল না, অন্তত দ্বিতীয়টি। এর জন্য এখন আমাকে শাস্তি ভোগ করতে হবে। এটা রেফারির সিদ্ধান্ত ছিল, বার্সেলোনা সব দিক থেকেই আপিলের চেষ্টা করেছিল। তাই নিষেধাজ্ঞা কাটিয়ে পরের ম্যাচের জন্য প্র¯‘তি নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই।” “সতীর্থদের সহায়তা করতে মাঠে থাকতে চেয়েছিলাম, যেহেতু আমি সেটাই করছিলাম। কিš‘ এখন আমাকে শান্ত থাকতে হবে এবং কাজ করে যেতে হবে।” ওই ম্যাচের ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হকে। আলাভেসের রাফা মারিনের পায়ে আলতোভাবে ছুঁয়ে যায় তার পা। তাই সেটি ফাউল ছিল কিনা, এনিয়ে উঠছে প্রশ্ন। স্প্যানিশ রেফারি হুয়ান মার্তিনেস মুনুয়েরা কার্ড দেখিয়ে হকের উদ্দেশে বলেছিলেন, ব্রাজিল হলে এটা ফাউল ধরা হতো না। “সে (রেফারি) আমাকে বলেছিল, ‘এখানে ব্রাজিলের মতো নয়।’ সে আরও বলেছিল, ব্রাজিলে এটা ফাউল হতো না। আমি স্রফে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি এবং মাঠ ছেড়ে চলে এসেছি।”


এই বিভাগের আরো সংবাদ