• বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি দুর্গাপুরের যেসব কার্যালয়ে

ঢাকা অফিস / ১ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একই চিত্র দেখা গেছে ডাকঘর (পোস্ট অফিস) ও দুর্গাপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ে,তাছাড়া অগ্রনী ব্যাংক ও এনআরবিসি ব্যাংকেও পতাকা উঠেনি। রবিবার (১৭ মার্চ) সকাল ১১ টা ২২ মিনিটে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়। জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় সংবাদ প্রকাশের জন্য প্রধানের সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টি জেনে তাৎক্ষনিক কেউ কেউ পতাকা উত্তোলন করেন। আবার কেউ করেনি। সরেজমিন গেলে দেখা গেছে,ফাঁকা পড়ে আছে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পতাকা টাঙানোর স্থানটি। একই ঘটনা দুর্গাপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তালা বদ্ধ হয়ে আছে দুর্গাপুর ডাকঘর (পোস্ট অফিস)। সেখানেও টানানো হয়নি জাতীয় পতাকা এ ছাড়া অগ্রনী ব্যাংক ও এনআরবিসি ব্যাংকেও পতাকা উঠেনি। সচেতন মহলের ভাষ্য,প্রশাসন থেকে পতাকা উত্তোলনের বিষয়ে তদারকি করা উচিত বলে মনে করেন তারা। এ নিয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোছাঃ জেবুন্নেছা র সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। দুর্গাপুর সহকারী প্রকৌশলীর কার্যালয় (জনস্বাস্থ্য) দপ্তর প্রধানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন,বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।


এই বিভাগের আরো সংবাদ