• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ঢাকা অফিস / ১১ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

চট্টগ্রামের হাটহাজারীতে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি মারা গেছে। এতে দুই বৌদ্ধ ভিক্ষুসহ আরো ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাত জানের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। হাটহাজারী-নাজিরহাট মহাসড়ক ও হাটহাজারী-রাউজান মহাসড়কে দুপুরের দিকে এই দূর্ঘটনা ঘটেছে। স্হানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় সংলগ্ন স্হানে সিএনজি চালিত অটো রিক্সার সাথে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালক সহ দুই যাত্রী আহত হয়। আহতদের উপস্থিত লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পটিয়া উপজেলার কচুখাইন ইউনিয়নের হোয়াতলী গ্রামের ভক্ত ফকিরের বাড়ির নির্মল মিত্রের পুত্র দীপক মিত্রকে (৬০) মৃত বলে ঘোষণা করেন। দূর্ঘটনায় সিএনজি চালক ভোলা জেলার আবদুর রহমান (৪৩) ও ফটিকছড়ি উপজেলার আবুল মনসুর চৌধুরী (৬৭) আহত হয়। আহত নিহত ব্যাক্তিরা সিএনজি টেক্সি যোগে চট্টগ্রাম নগরীর জুবলী রোড থেকে ফটিকছড়ি যাচ্ছিল একটি মসজিদে আই পি এস এর ব্যাটারীতে সংযোগ দেওয়ার জন্য। নিহত নির্মল মিত্র এলাইট সাপ্লাইয়ারস নামক একটি প্রতিষ্ঠানের ব্যবস্হাপক ও তিন সন্তানের জনক। আহত অপর দুই জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। দূর্ঘটনার পর জীপ চালক ও হেলপার পালিয়ে যায়। দূর্ঘটনায় সিএনজি টেক্সিটি দুমড়ে মুচড়ে গেছে। দূর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসা নিহত দিপক মিত্রের ছেলে অভিজিৎ মিত্র জানান, তাদের গ্রামের বাড়ি পটিয়া হলেও চাকরীর কারণে তার বাবা আর সে চট্টগ্রামে বাসায় থাকেন। বাবাকে হারিয়ে এখন আমি এতিম হয়ে গেলাম। এলাইট সাপ্লাইয়ারস এর মালিক বাবুল চৌধুরী জানান, নিহত দিপক মিত্র অনেক বিস্বস্ত এবং পুরানো ম্যানেজার ছিলেন। তাকে অনেক অনুরোধ করে গ্রাহক ফটিকছড়ি নিয়ে যাচ্ছি লেন। কিন্তু পথেই তার মৃত্যু হলো। নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার ঘটনার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে একইদিন বিকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়েজিয়া বাজারের পশ্চিম পাশে হাটহাজারী রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের পাশে একটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে পার্বত্য জেলা রাঙ্গামাটি গামী বৌদ্ধ ভিক্ষু বহনকারী একটি প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় কারের যাত্রী স্বপন চাকমা (৩২), মেত্বাবংশ মহাস্থবির (৪৪), জ্ঞানজিৎ ভিক্ষু (৩২), কামাল উদ্দীন (৩২) ও নজরুল ইসলাম (৩৫) নামের পাঁচজন আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে, তাদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরন করা হয়েছে। তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: রশ্মি চাকমা ঘটনার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো সংবাদ