• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বাংলাদেশে শান্তি ফিরে আসুক: দেব

ঢাকা অফিস / ২ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। অভিনয়ের বাইরে তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তিনি। গত সোমবার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশের মানুষ। তবে উচ্ছ্বাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতিও বিশ্ববাসী নজরে রেখেছে। ভারতীয় একটি টেলিভিশনকে দেব বলেছেন, ‘কয়েক দিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজ্যুয়াল সামনে আসছে, সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। তবু চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। সবাই যে ভালোবাসা, আনন্দ নিয়ে থাকেন, সেটা যেন আবার ফিরে আসে।’ এ ছাড়া প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন। প্রযোজক সেলিম খানের সঙ্গেও পরিচয় ছিল দেবের। এ বিষয়ে দেব বলেন, ‘আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন। ওই দেশটিতে বহুবার গিয়েছি। আমার খুব পছন্দের জায়গা। ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ও দেশের মানুষ ভীষণ শান্ত, ভদ্র। তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে। ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।’ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই কলকাতার শিল্পীরাও সমর্থন দিয়েছেন। এ দেশে অনেকেই কাজও করেছেন। তাই তো বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।


এই বিভাগের আরো সংবাদ