• বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সরিষাবাড়ি-কাজীপুর সড়কে ভাঙ্গা সেতুর কারণে জন দূভোর্গ

ঢাকা অফিস / ৬ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পশ্চিমে সীমান্তবর্তী চর জামিরা গ্রাম এলাকায় সরিষাবাড়ি ও-কাজীপরের মাখে যমুনা নদীর শাখা নদীর উপর নিমিত সেতুটি নির্মাণের এক বছর পরেই ৩ টি পিলার মাটিতে দেবে যায়। ফলে সেতুটি একদিকে হেলে পড়ে। অপর দিকে সেতুর উভয় পাশে বন্যার পানির স্রোতে ভেঙ্গে বিরাট বিরাট খাদের সৃষ্টি হয়ে জন সাধারণের চলাচল একবারে বিছিন্ন হয়ে পড়ে। পরে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় বাড়ি বাড়ি ও গাছ সংগ্রহ করে একটি সা^কো তৈরী করে। প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে তৃষিজাত পণ্য পারাপার ও পথচারীরা চলাচল বরে। সেতুটি নির্মাণ ব্যঢ ধরা হয়েঠিল অর্ধ কোটি টাকা। অথচ ঠিকাদারের অপরিপক্কতা ও ইঞ্জিনিয়ারের পরিবল্পনায় ভুল থাকায় এমরটি হয়েছে বলে জানান এলাকাবাসী। অখচ এই নদীর দুই তীরে প্রায় লক্ষাথিক লোকের বাস। প্রতিদিন শত শত মানূষ এই পথে যাতায়াত করে। সেতুর দুই পাড়ে দুইটি বাজার, দুটি হাই স্কুল ও ১টি দাখিল মাদ্রাসা। ছোট ছোট ছেলেমেয়েরা জীবনের ঝুকি নিয়ে বিদ্যালয়ে লেখাপড়া করতে যায়। চাষাবাদের কৃষিজাত দ্রব্য ধানপাট পরিবহন খুবই কষ্টমাধ্য। বিশেষ করে দূর্গম এলাকা বলে অনেক মুমূর্ষুরোগী প্রসূতি মা, বৃদ্ধ নারী পুরুষতের নিয়ে হাসপাতালে নেওয়ার আগেই অনেকে পথিমধ্যেই মারা যায়। এ হেলে পড়া সেতুর দুই পাশে গর্ত সৃষ্টি বিঠিন্ন হওয়ায় এলাকার মানুষ আজ বড় অসহায়। তই তারা বার বার সেতুটি সংস্কার অথবা পূনঃ মর্িাণের কথা জানান স্থানীয় সাবেক এই ইউপি মেম্বার আনোয়ার হোসেন। ঠিকাদার আঃ বারী বলেন, আসলে সেতুটি যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নদীর উপর বক্স বালভার্ট ভ্রীজ দেওয়া ঠিক হয়নি। কাজীপুর উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, আমি এখাসে নতুন এসেছি। আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো এবং ব্যবস্থা নিব। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারপ পরিদর্শন ফুর্বক সেতুটি অতি দ্রুত সংস্কার অথবা পুনঃ সির্মাণ বরে দিবেন এমনটায় প্রত্যাশা এলাকাবাসীর।


এই বিভাগের আরো সংবাদ