• বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন মুক্তাগাছায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ইমাম, খতিব ও সাংবাদিকদের মতবিনিময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় যুবদিবসে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী গণশপথ  প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিবরা কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি গভর্নরের ডাক ফাইল দেখবেন নূরুন নাহার পেটে মাছ ঢুকে কিশোরের মৃত্যু শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা

ঢাকা অফিস / ১০ ০৭ বার পড়া হয়েছে
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

মডেলিংয়ে মাধ্যমে সারাদেশে পরিচিতি পেয়েছিলেন নিরব। ২০০৯ সালে তখনই ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার মাধ্যমে তিনি প্রথম বড়পর্দায় অভিনয় করেছিলেন। এতে প্রধান চরিত্রে সুপারস্টার শাকিব খান থাকলেও সহশিল্পী হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন নিরব। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক! ১৫ বছর পর এবার প্রধান চরিত্রে অপুর বিপরীতে সিনেমা নিয়ে আসছেন নিরব। নাম ‘ছায়াবৃক্ষ’। অনুপ কুমার বড়ুয়ার প্রযোজনায় এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই সিনেমাটি আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। দেশের একটি অঞ্চলের চা শ্রমিকদের জীবনযাপনের নানাদিক কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নায়ক নিরব বলেন, শুরু থেকে আমাদের ভালো সিনেমা করার প্ল্যান ছিল। অভিনয় ও সিনেমার গানগুলো নিয়ে আমরা প্রত্যেকে মনোযোগে ছিলাম। ‘ছায়াবৃক্ষ’র পাশাপাশি দর্শক আমাদের জুটিকে পছন্দ করুন তাহলে আগামীতে অপু বিশ্বাস এবং আমি জুটি হয়ে একসঙ্গে কাজ করতে পারবো।অপু বিশ্বাস বলেন,“যখন আমার মাকে হারাই, তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এই সিনেমাটি আমাকে কাজে ফেরাতে সাহায্য করেছে। নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। সে অনেক পেশাদার আর্টিস্ট। পেশাদার বলে সে তার কাজকে সিরিয়াসভাবে করেছে। সহশিল্পী হিসেবে সে আমাকে পজিটিভলি রিসিভ করেছে। তার এ বিষয়ে আমি মুগ্ধ হয়েছি। আগামীতে চাইবো তার সঙ্গে আরো বেশি সিনেমা হোক।” এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। তিনি বলেন, “শুরুতে ভেবেছিলাম এটি কমার্শিয়াল সিনেমা। কিন্তু গল্প শুনে মনে হয়েছে এটা আমার প্যাটার্নের গল্প। কমার্শিয়াল এবং আর্টের দারুণ কম্বিনেশন আছে। এই কম্বিনেশন আছে বলে ইন্ডিয়াতে যেমন জওয়ান হচ্ছে, তেমনি টুয়েলভ্থ ফেইল হচ্ছে। আমাদের দেশেও তেমনটা হওয়া উচিত এবং ‘ছায়াবৃক্ষ’ তেমনি সিনেমা।” পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ছায়াবৃক্ষের মাধ্যমে দীর্ঘদিনের শ্রম দর্শকদের সামনে আসতে যাচ্ছে। সিনেমাটিতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীরা কাজ করেছেন। আমার বিশ্বাস সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক গল্পের সঙ্গে পরিচিত হবেন।অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘ছায়াবৃক্ষ’র প্রযোজক অনুপ কুমার বলেন,‘ছায়াবৃক্ষ’র জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলাম। সঠিকভাবে সিনেমাটি করার জন্য আরো ২০ লাখ টাকা নিজ থেকে খরচ করেছি। সবমিলিয়ে এর বাজেট ৭০ লাখ টাকা। কোনো দায়িত্বশীল গণমাধ্যম কোন খাতে কত খরচ করেছি যদি জানার প্রয়োজন মনে করে, আমি হিসেব দিতে প্রস্তুত। নিরব, অপু বিশ্বাস, নওশাবা ছাড়াও এতে অভিনয় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, বড়দা মিঠু, আজম খান প্রমুখ।


এই বিভাগের আরো সংবাদ